বিভিন্ন ক্লিনিক গুলোতে অভিযান ও জরিমানা

 

রাজশাহী ব্যুরোঃনওগাঁয় গতকাল বুধবার বৈকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহরে বিভিন্ন বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল গুলোতে অভিযান চালায়  ম্যাজিস্ট্রেট (এনডিসি) মোঃ রফিকুল আলম।

চিকিৎসার পরিবেশ ও মেডিক্যাল ডিপ্লোমা নার্স না থাকায় নওগাঁয়  বেসরকারি একটি ক্লিনিক সিলগালা করা হয় ও  চারটিকে জরিমানা করা হয়েছে।গতকাল বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক হাসপাতাগুলোতে অভিযান চালায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) রফিকুল আলম।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর এ মুর্শেদ জানান, অভিযানে সৌদিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার পরিবেশ না থাকায় সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত।

এছাড়া ডিউটি ডাক্তার ও মেডিক্যাল ডিপ্লোমা নার্স না থাকায় ১০ হাজার টাকা, মান্দা ক্লিনিককে ৫ হাজার টাকা, মেট্রো হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা দেয়ার ৫ হাজার ও শাহ নার্সিং হোমকে ১০ হাজার টাকা জরিমানাসহ ১ মাসের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

অভিযানে অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ, জেলা ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতির সভাপতি আতোয়ার রহমান খোকাসহ অন্যান্যো কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ