পুত্রহীন মায়ের কিডনির পাথর অপারেশনে জন্য ৩০ হাজার টাকা প্রয়োজন




আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১নং বর্ণি ইউনিয়ের ১নং ওয়ার্ড পাকশাইল গ্রামের হতদরিদ্র  জনাব নাদই মিয়ার স্ত্রীর আজ থেকে প্রায় এক বছর আগে পিত্ত থলিতে পাথর সনাক্র হয় কিন্তু টাকার অভাবে চিকিৎসা চালাতে পারেন নি।।প্রেস্ক্রীপশন দেখিয়ে ফার্মেসি থেকে আজ ১ বছর থেকে সামান্য সামান্য করে ঔষধ সেবন করছেন কিন্তু গতমাস থেকে এই প্রেস্ক্রীপশন দেখে কোন ফার্মেসি আর ঔষধ  দিচ্ছেনা। তারা বড় ডাক্তারের নিকট হস্তান্তর হবার জন্য বলছিলো কিন্তু অর্থনৈতিক সংকট থাকায় তারা সাহস পাচ্ছিলেন না বড় ডাক্তারের কাছে যেতে। গত শুক্রবার তারা আমাদের সংস্থা পাকশাইল গ্রেট ভিশন এসোসিয়েশনের কয়েকজন দ্বায়ীত্বশীলকে এই বিষয়ে অবগত করেন দ্বায়ীত্বশীলরা প্রাথমীক পর্যায়ে গতকাল ১০/১১/২০ ইং তাদেরকে সিলেট একজন সার্জনের কাছে প্রেরণ করেন। ডাক্তার সকল পরীক্ষা নিরিক্ষা করার পর বলেছেন যতো দ্রুত সম্ভব উনার অপারেশন করাতে হবে। অপারেশন সহ সকল খরচ ভাবত ৩০,০০০/ (ত্রিশ হাজার) টাকা প্রয়োজন। তাই সবার কাছে আকুল আবেদন পুত্র সন্তানহীন অসহায় এই মায়ের চিকৎসার জন্য সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন।

আমাদের কাছে সাহায্য পাঠাতে চাইলে নিচের নাম্বারে বিকাশ করতে পারেন।

বিকাশ পার্সোনালঃ 01744645645 (জাহাঙ্গীর আলম) সাধারন সম্পাদক গ্রেট ভিশন এসোসিয়েশন

  বিস্তারিত যানতে এবং বুঝতে রোগীর সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেনঃ 01732217690


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ