পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরীঃ পটিয়া পৌরসভা ৭ নং ওয়ার্ডে বাহুলী পশ্চিম শেখ পাড়া ২০ নভেম্বর শুক্রবার মরহুম আজিজুর রহমান চৌধুরীর পরিবারের পক্ষে মরহুম মেম্বার আব্দুচ ছত্তার চৌধুরীর উত্তরসূরি অধ্যক্ষ আলহাজ্ব এস.এম ইকবাল মোজাদ্দেদী কর্তৃক জমিদানের মাধ্যমে বায়তুন-নুর জামে মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। উক্ত মসজিদ নির্মাণ কাজ উদ্বোধন করেন হজরত শাহচান্দ আউলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব এস.এম. ইকবাল মোজাদ্দেদী (এমএ)। এসময় উপস্থিত ৭নং ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল,মৌলানা আবুল কাশেম নূরি হুজুর।আবু তালেব সওঃ, মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটির সমন্বয়কারী জাফরুল ইসলাম,মুহাম্মদ ওয়াসিম, শাহাজান চৌধুরী।এস.এম আহমদ রেজা,এস.এম রেজা রিপন,কাদের সওঃ, শ্রমিক নেতা মুহাম্মদ মাহমুদ মিয়া,মোঃ আমিন।শেখ মুহাম্মদ, মৌলানা আবদুল জব্বর নূরী প্রমুখ। উক্ত মসজিদ নির্মান কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানা।