খুলনায় মোবাইল কোর্টের তামাক ও মাদক বিরোধী অভিযান


তুহিন রানা (আব্রাহাম) খুলনা নগর প্রতিনিধিঃ৫ নভেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ তারিখে সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা জনাব মোহাম্মদ হেলাল হোসেন পিএএ মহোদয়ের নির্দেশে এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা জনাব মোঃ ইউসুপ আলী মহোদয়ের তত্ত্বাবধানে নগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। 

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), খুলনা সদর জনাব কহিনুর জাহান এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব দীপা রানী সরকার কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে খুলনার ডাকবাংলা মোড়, নিউ মার্কেট, ও শেরে বাংলা রোড এলাকায় সাতটি দোকানে তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন দেখেন কর্তব্যরত নির্বাহী ম্যজিস্ট্রেটগণ। তামাক নিয়ন্ত্রণ জেলা টাক্সফোর্স কমিটির সিদ্ধান্তের আলোকে এসব দোকানে অভিযান পরিচালনা করা হয়। তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধে কার্যক্রম চালানো ডিজিটাল ট্যাপ্স ব্যানের রিপোর্ট এসব অবৈধ বিজ্ঞাপন খুঁজে পেতে সহায়তা করে। 'ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫' ও (সংশোধনী) ২০১৩ এর যথাযথ ধারার বিধান অনুযায়ী তামাকের বিজ্ঞাপন প্রদর্শনকারী সাতজন দোকান মালিককে সর্বমোট ৫,৫০০/- (পাঁচ হাজার পাঁচশত) টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন জনাব মোঃ আবুল কালাম আজাদ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার, খুলনা সিভিল সার্জন অফিস এবং এইড ফাউন্ডেশন এর তামাক নিয়ন্ত্রণ কর্মকর্তা কাজী মোহাম্মদ হাসিবুল হক। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে সহযোগিতা প্রদান করেন আনসারের সদস্যগণ। 

এদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব দেবাশীষ বসাক পরিচালিত অপর একটি মোবাইল কোর্টে একজন ইয়াবা সেবীকে 'মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮' এর উপযুক্ত ধারার বিধান মোতাবেক ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। নগরীর ৫নং মাছ ঘাট এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে সহযোগিতা করেন খুলনা সদর থানা পুলিশ তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে লক্ষে অবৈধ বিজ্ঞাপন অপসারণে এবং মাদকমুক্ত সমাজ গঠনে জেলা প্রশাসন, খুলনা’র এমন উদ্যোগ অব্যাহত থাকবে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ