তুহিন রানা (আব্রাহাম) খুলনা নগর প্রতিনিধিঃ৫ নভেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত হয় ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড-২০২০ এর সমাপনী অনুষ্ঠান। জেলা প্রশাসক, খুলনা'র সম্মেলন কক্ষে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা জনাব মোহাম্মদ হেলাল হোসেন পিএএ মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক মহোদয়। অনুষ্ঠানে বিজ্ঞান অলিম্পিয়াডসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও সভাপতি মহোদয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসন, খুলনা'র আয়োজনে এই সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), খুলনা জনাব জিয়াউর রহমান পিএএ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খুলনা জনাব মোঃ সাদিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ.), খুলনা মোছাঃ শাহানাজ পারভীন, জেলা শিক্ষা অফিসার জনাব খো. রুহুল আমীন, খুলনা প্রেস ক্লাবের সভাপতি জনাব এসএম নজরুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব মুন্সী মাহবুবুল আলম সোহাগসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন স্কুল ও কলেজের পুরস্কার বিজয়ী শিক্ষার্থীবৃন্দ। এছাড়া জুম অ্যাপের মাধ্যমে সংযুক্ত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারগণ।