সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ ,লোহাগড়ায় মানবন্ধন


মোঃ আজিজুর বিশ্বাস স্টাফ রিপোর্টার নড়াইল। দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক নুর হাকিমসহ ৫ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইবুন্যালে অভিযোগ দাখিলের প্রতিবাদে নড়াইলের লোহাগড়ায় মানবন্ধন পালিত হয়েছে। ৯/১১/২০২০ তারিখ : সোমবার বিকাল ৪ টায় লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত মানবন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নিরাপদ সড়ক আন্দোলনের চেয়ারম্যান ও সাংবাদিক সৈয়দ খায়রুল আলম, সাংস্কৃতিক সংগঠক বি এম লিয়াকত হোসেন, সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, শিমুল হাসান, শরিফুল ইসলাম, ওবায়দুর রহমান, মো: পিকুল আলম, মনির খান, মো:আজিজুর বিশ্বাস, মো: আরমান মিয়াসহ প্রমুখ। বক্তারা, বহু অপকর্মের হোতা মহিলা যুবলীগের সাধারন সম্পাদক শামীমা নূর পাপিয়ার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় পাপিয়ার সহযোগী জনৈক  মুস্তারি  মোর্শেদ স্মৃতি নামের একজন মহিলা দৈনিক সকালের সময় এর সম্পাদক নুর হাকিম সহ ৫ জনের নামে সাইবার ট্রাইবুন্যাল আদালতে অভিযোগ দাখিল করায় লোহাগড়ার সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা প্রকৃত সত্য উদঘাটন করে অবিলম্বে উক্ত অভিযোগ প্রত্যাহারের দাবি জানান। 


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ