মামুনুর রশিদ,দিনাজপুর প্রতিনিধি ॥দিনাজপুরে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনাজপুরে আজ পালিত হয়েছে গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর গৌরবোজ্জাল ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী (সুবর্ণ জয়ন্তী)।
আজ রোববার সকালে আইডিইবি দিনাজপুর জেলা শাখার উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে বালুবাড়ী শহীদ মিনার মোড়স্থ সংগঠনের জেলা কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের হাসপাতাল মোড়, লিলির মোড়, স্টেশন রোড ও পৌরসভার মোড় হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালীর ভার্চুয়াল উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
পরে আইডিইবি জেলা শাখার সভাপতি প্রকৌশলী মো. মতিউর রহমান’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল। আইডিইবি’র জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. সাজিউল ইসলাম সাজু’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুল আউয়াল। উল্লেখ্য, ১৯৭০ সালের ৮ নভেম্বর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) প্রতিষ্ঠা করা হয়।