দোকানের সাইনবোর্ড ভাংচুর, হত্যার হুমকি


সৈয়দ মুহাম্মদ আরিফুল ইসলাম, পটিয়া থেকেঃ চট্টগ্রামের পটিয়া পৌর সদর    মুন্সেফ বাজার মেসার্স হোসেন এন্টারপ্রাইজ নামীয় দোকানে সাইনবোর্ড ভাংচুর ও আকবর হোসেন নামে এক ব্যাক্তিকে হত্যার হুমকি দিয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ২৭ অক্টোবর। এ ঘটনায় পটিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ড শেয়ান পাড়া এলাকার মৃত আহমদ হোসেন এর ছেলে আকবর হোসেন বাদী হয়ে একই বাড়ির খোরশেদ আলম প্রকাশ দুলাল এর বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। পটিয়া থানার দায়েরকৃত অভিযোগ সুএে জানাযায়, মুন্সেফ বাজার খাজা বেকারীর পশ্চিম পার্শ্বে  আকবর হোসেন গং এর মৌরশীয় সম্পক্তির উপর তার ভাই প্রবাসী দিদার হোসেন এর একটি মাংসের দোকান রয়েছে। উক্ত দোকান দিদার হোসেন এর অবর্তমানে আকবর হোসেন দেখভাল করার দায়িত্ব প্রদান করেন। এর পর থেকে খোরশেদ আলম দুলাল  উক্ত দোকান  দখলস্বত্ব নিয়ে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট  আদালতে ১৪৫ ধারা বিদানমতে  মিছ মামলা নং ৯৬৯ /২০ ইং আনয়ন করিলে উক্ত মামলার সরেজমিনে তদন্ত করার জন্য পটিয়া সহকারী কমিশনার (ভুমি) ২৭/১০/২০ ইং তারিখ ধার্য্য করেন।ঐ দিন বিবাধীগণ তদন্তকালে তাদের পক্ষে উক্ত দোকানটি আছে মর্মে প্রমান করার জন্য ২৭ অক্টোবর দুপুর অনুমান ২ টার দিকে বিবাধীগণ বেআইনি জনতা গঠন করে দেশীয় অস্ত্র-সস্রে সজ্জিত হয়ে দিদার হোসেন ভোগদখলীয দোকানগৃহে  মেসার্স হোসেন এন্টারপ্রাইজ নামীয় সাইনবোর্ড ভাংচুর করে বলে থানার দায়েরকৃত অভিযোগ সুত্রে  প্রকাশ । এতে  আকবর হোসেন এর কারণ জানতে চাইলে তাকে হত্যার করবে মর্মে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে আকবর হোসেন জানান। তার ভাই দেলোয়ার হোসেন জানান, প্রতিপক্ষ বিবাদীগণ বিভিন্নভাবে জাল জালিয়াত এর মাধ্যমে আমাদের পৈতৃক দোকান দখল নেওয়ার পায়তারা চালাচ্ছে। এমনকি  গত ৭ অক্টোবর আমার বড়ভাই দিদার হোসেন বিদেশে চলে যায়। কিন্তু   বিবাধীগণ আমার ভাই দিদার হোসেন সহ আমাদের বিরুদ্ধে  মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। দেলোয়ার হোসেন এব্যাপারে প্রশাসনের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে খোরশেদ আলম (প্রঃ)  দুলাল গং এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ