কুষ্টিয়ার ভেড়ামারায় চলছে নকল বিড়ির রমরমা ব্যবসা


কুষ্টিয়া জেলা প্রতিনিধি //এম,ডি,আল আসিবুজ্জামাম চঞ্চল

কুষ্টিয়ার ভেড়ামারার সাতবাড়ীয়া সোনালী বিড়ি ফ্যাক্টরির সামনে নকল আকিজ বিড়ির  রমরমা ব্যবসা এমন সংবাদের ভিত্তিতে আনন্দ টিভি অনুসন্ধানে গেলে   বেড়িয়ে আসে বস্তা বোঝায়  নকল আকিজ বিড়ি।

ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়ার সোনালী বিড়ি ফ্যাক্টরির সামনে প্রভাবশালী মহলের দাপটে   দীর্ঘদিন যাবৎ নকল আকিজ বিড়ির ব্যবসা করে যাচ্ছে  রাজু (২০) পিতা- গাজী, আসিফ(২১) পিতা-আজাদ ও আলমগীর (২০) পিতা- মইজুদ্দীন  সাং  ভেড়ামারা সাতবাড়ীয়া। আজ শনিবার (৭ নভেম্বর)  আনুমানিক দুপুর  ২ টার দিকে বিশ্বস্ত ব্যাক্তির তথ্যের  ভিত্তিতে অনুসন্ধানে গেলে  আলমগীর (২০)পিতা- মইজুদ্দীনের ঘর থেকে বেরিয়ে আসে বস্তা বোঝায় বিপুল পরিমান নকল আকিজ বিড়ি। তাৎক্ষনিক সাংবাদিকগন নকল বিড়ির নিউজ প্রকাশ করলে রাজু,আসিফ, ও  আলমগীর বস্তা সহ নকল আকিজ বিড়ি সরিয়ে দেই। পরবর্তীতে ১ ঘন্টার মধ্যে ভেড়ামারা থানা পুলিশ অভিযান চালায় আলমগীরের বাড়িতে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ