খবর বিজ্ঞাপ্তিঃ- দৈনিক জনতা ও দৈনিক ইনফো বাংলাসহ একাধিক অনলাইন পএিকায় 
চট্টগ্রামে পটিয়া উপজেলার কেলিশহর- হাইদগাও গুচ্ছ গ্রামে পাহাড়ে   মরহুম  ইসমাইল এর  পুএ মোঃ ইলিয়াস কে জড়িয়ে গত ২/৩ দিন যাবত  যে সংবাদ  প্রকাশিত হয়েছে তার তিব্র  নিন্দা  প্রতিবাদ জানিয়েছেন মোঃ ইলিয়াস। প্রতিবাদ লিপিতে মোঃ ইলিয়াস উল্লেখ করেন আমি দীর্ঘদিন যাবত এলাকায় ছোট মুদির দোকান করে  কোন রকম দিন যাপন করছি। কোন অন্যায় অপরাধ কাজে জড়িত নয়। একটি মহল আমাকে দোকান ও বাড়িঘর থেকে  উচ্ছেদ করতে সংবাদ প্রতিবেদকে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে যাহা সম্পুর্ন মিথ্যা ভিত্তিহীন উল্লেখ  মোঃ  ইলিয়াস দাবি করেন আমার এলাকার লোকজন জানে আমি পটিয়ার এমপি  মাননীয়  জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব  শামসুল  হক চৌধুরীর হাজার  হাজার  কোটি  টাকার  উন্নয়ন কর্মকাণ্ড  জনগণকে  তুলে  ধরার চেষ্টা করছি। কিন্তু  বিশেষ মহল আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন  করতে  বিভিন্নভাবে  ষড়যন্ত্র করছে। মোঃ ইলিয়াস উক্ত   প্রকাশিত সংবাদে তিব্র নিন্দা  প্রতিবাদ জানান এবং উক্ত সংবাদে বিব্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে  ভবিষ্যতে এ ধরনের সংবাদ  প্রকাশ থেকে বিরত থাকতে  আহবান জানান। 
প্রতিবাদকারী
 ইলিয়াস 
 
