ইফা'র বোর্ড অব গর্ভনরসে আল্লামা মুফতি রুহুল আমিন



আব্দুর রাজ্জাক, মানিকগঞ্জঃউপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন শাইখুল ইসলাম, আরব ওয়াল আজমের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাতেলের আতঙ্ক ,ইসলামী মুলুকের সদর , নি: স্বার্থ  নির্লোভ  ইসলামী  ব্যাক্তিত্য বহুমাত্রিক প্রতিভার  অধিকারী ২০০ শতাধিক  ধর্মীয় বইয়ের লেখক শতশত মাদ্রাসার প্রতিষ্ঠাতাও মোতাওয়াল্লি , বাংলাদেশের হাজার হাজার শীর্ষস্থানীয় আলেমদের উস্তাদ ব্রিটিশ  বিরোধী আন্দোলনের  অন্যতম সিপাহসালার ,কোটি কোটি মানুষের হৃদয়ের প্রশান্তি মুকুট হীন সম্রাট ,আদ্ধাতিক জগতের রাহবার ,তৎকালীন বৃহত্তর ফরিদপুর ,বর্তমান গোপালগঞ্জ জেলার অন্তর্গত টুংগিপাড়া থানার  অন্তর্ভুক্ত গওহরডাঙা গ্রামের মাটি তথা  বাংলার মাটি যাহার জন্য ধন্য সেই মহান ব্যাক্তির সূযোগ ছোট সাহেব জাদা জনাব হযরত আল্লামা হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব কে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সম্মানিত গভর্নর নিযুক্ত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন । বাংলাদেশ দারুল আরকাম শিক্ষক কল্যান সমিতির পক্ষ থেকে।

ধন্যবাদানতে-

হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন গোপালগঞ্জী।

মহাসচিব

কেন্দ্রীয় কমিটি বাদাশিকস


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ