মোঃরেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃমৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতার পাশাপাশি মাস্ক বিতরণ করেছে কুলাউড়া থানা পুলিশ।
২৩ নভেম্বর সোমবার কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর ও কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় এর নেতৃত্বে কুলাউড়া পৌরশহর এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত মাস্ক বিহীন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণ কার্যক্রমে কুলাউড়া থানার এসআই সনক কান্তি দাস, এসআই কানাই লাল চক্রবর্তীসহ থানার অন্যান্য অফিসাররা অংশগ্রহণ করেন।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ রোধে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। এছাড়া তিনি করোনার সংক্রমণ এড়াতে কাজ শেষে সাবান দিয়ে হাতধোয়া, হ্যান্ডশেক -কোলাকুলি বন্ধ রাখা ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে পরামর্শ দেন।