কুড়িগ্রামে ২০০ অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ


কৃষ্ণ সরকার পীযূষ, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম, কুড়িগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মাসুদুর রহমান এবং এসপি মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, কুড়িগ্রামের উলিপুরে দু'শ অসহায় পরিবারের মাঝে নগদ বিতরণ করেছে।

সোমবার বিকেলে, পঞ্চদশ বিসিএসের উদ্যোগে জেলা পুলিশের সহায়তায়, উলিপুরের হাতিয়া ইউনিয়নের 200 অসহায় পরিবারে প্রতি এক হাজার টাকা হারে মোট দুই লাখ টাকা বিতরণ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) আল মাহমুদ হাসান, উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন, হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান বিএম আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ