আকরাম হোসাইন প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১নং বর্ণি ইউনিয়নের বর্ণি নোওয়া গাঁও ইয়াংস্টার সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কৃষি বিষয় নিয়ে প্রায় তিনদিন প্রশিক্ষণের পর আজ যুব উন্নয়ন এর সনদপত্র প্রদান করা হয়। এতে উপস্তিত ছিলেন বড়লেখা উপজেলার যুব উন্নয়ন এর সহকারী অফিসার পুরেন্ডদত্যওহাসান মাহমুদ,বর্ণি নোওয়া গাঁও ইয়াংস্টার সমাজ কল্যাণপরিষদের সভাপতি মো: পারভেজ আহমদ,সাধারণ-সম্পাদক আব্দুল বাছিত,সহ-সভাপতি জয়নুল ইসলাম,সাংগঠনিক-সম্পাদক জাবের আহমদ,অর্থ -সম্পাদক আফতার হোসেন,সমাজকল্যাণ-সম্পাদক অলিউর রহমান, অফিস-সম্পাদক নাহিদ আহমদ,প্রচার-সম্পাদক অলি আহমদ,সদস্য সুফিয়ান আহমদ, এমরান হোসেন, সাহেল আহমদ,রাহি আহমদ, রেদওয়ান হোসেন সহ,গ্রামের যুবকবৃন্দ ভাইয়েরা।