উপনির্বাচনে অনিয়মের প্রতিবাদে পুনঃনির্বাচনের দাবিতে যশোর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ


নিউজ ডেস্ক : ঢাকা- ১৮ এবং সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদের উপনির্বাচনে সীমাহীন অনিয়ম ও ভোট জালিয়াতির  প্রতিবাদে পুনঃনির্বাচনের দাবিতে এবং ঢাকা আসনের বিভিন্ন নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগে আজ রবিবার (১৫ নভেম্বর)  যশোর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিক্ষোভ সমাবেশ করেছে।

উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যশোর জেলা শাখার আহ্বায়ক  অধ্যাপক নার্গিস বেগম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যশোর জেলা শাখার সদস্য   সচিব এডঃ সাবেরুল হক সাবু, আহ্বায়ক কমিটির  সদস্য আব্দুস সালাম আজাদ, যশোর নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি নুরুন্নবী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম সহ আরো অন্যান্য নেতা কর্মী।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ