মামুনুর রশিদ,দিনাজপুর প্রতিনিধি : “ডায়াবেটিক সেবায় পার্থক্য আনতে পারেন নার্সরাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব ডায়াবেটিক দিবস। দিনটি উপলক্ষে আজ সকালে দিনাজপুর ডায়াবেটিক এসোসিয়েশনের আয়োজনে ডায়াবেটিক হাসপাতালের সামনে থেকে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই যায়গায় এসে শেষ হয়। পরে ডায়াবেটিক হাসপাতালের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন ডায়াবেটিক হাসপাতালের সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব আব্দুল লতিফ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. নির্মল চন্দ্র দাস, ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক সফিকুল হক ছুটু প্রমূখ।