পাকশাইল গ্রেট ভিশন এসোসিয়েশন এর মাসিক সভা

 


আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১নং বর্ণি ইউনিয়নের পাকশাইল গ্ৰামের গ্রেট ভিশন এসোসিয়েশন এর মাসিক সভা ০৬-১১-২০২০ ইংরেজি রোজ শুক্রবার সম্পন্ন হয়েছে।উক্ত সভায় সংস্থার সহ সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের সঞ্চালনায় এবং ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক জিয়াদ বিন মাসুদ আরিফের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। উক্ত সভায় বিগত দিনের সার্বিক কার্যক্রম  পর্যালোচনা তুলে ধরা হয় এবং পরবর্তি কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষ্যে পর্যায়ক্রমে  বক্তব্য রাখেন  সংস্থার সভাপতি শাহিদুর রহমান জুনেদ,  সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,সহ সভাপতি সাহিদুল হক ও ইমন আহমদ। তারপর সকল দায়িত্বশীল এবং সদস্যদের মতামতের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন সম্পন্ন হয়। প্রত্যেক বক্তাই তাদের বক্তব্যে সংস্থার অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন এবং সকলের সহযোগীতায় সংস্থার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন। পরিশেষে ধর্ম  বিষয়ক সম্পাদক কাউসার আহমদের মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ