পটিয়ায় আবদুল কাদের এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

সেলিম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ-  চট্টগ্রামের  পটিয়ায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুইঁয়া আশু রোগমুক্তি কামনা দোয়া ও মিলাদ  মাহফিল অনুষ্ঠিত হয়ছে। ৬ নভেম্বর শুক্রবার বাদে আছর পটিয়া উপজেলা ও  পৌরসভার স্বেচ্ছাসেবক দলের আয়োজনে  হযরত শাহ্ চান্দ আউলিয়ার মাজারে দোয়া মাহফিল সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ- সভাপতি সাবেক ছাএনেতা মোহাম্মদ সেলিম চৌধুরী। দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ- সভাপতি মীর মোহাম্মদ জসিম উদ্দিন এর সঞ্চলনায় এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী তরুন দলের কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএনপির পটিয়া মেয়র মনোনয়ন প্রত্যাশী ফজলুল কাদের জুলু। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা যুবদল গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুরুল আলম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ, জসিম উদ্দিন পাভেল, সজীব, যুবদল নেতা আক্তারুজ্জামান বাবলু, আবছার উদ্দিন সোহেল, মীর মোহাম্মদ সাইফুর রহমান, মোঃ রিকু চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। এতে দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন মৌলানা কাজী ইরফান। প্রধান অতিথির বক্তব্য আসন্ন পটিয়া পৌরসভার নির্বাচন বিএনপির মেয়র মনোনয়ন প্রত্যাশী ফজলুল কাদের জুলু বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুইঁয়া একজন দক্ষ সংগঠক  ও ভালো মানুষ। এছাড়াও বিভিন্ন আন্দোলন সংগ্রামে রাজপথে অগ্রণী ভুমিকা ছিলো আবদুল কাদের ভুইঁয়া  অপরিসীম।আমরা তার আশু রোগমুক্তি সুস্থতা  কামনা করছি মহানরাব্বুল আলামিনের দরবারে। ফজলুল কাদের জুলু বিএনপি সকল নেতা কর্মীদের চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র সহ -সভাপতি পটিয়ার  মাঠি ও  মানুষের নেতা আলহাজ্ব এনামুল হক এনামের হাতকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার  আহবান জানান।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ