কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪ জন গুরুত্বর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার রাত অনুমানিক ৩ টার দিকে উপজেলার আমাদী ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে। ভুক্তভোগী পরিবারের সদস্য সঞ্জিত সরকার বলেন, গত রবিবার রাত আনুমানিক ৮ টার দিকে একই গ্রামের লাটো নামের এক ব্যাক্তি সঞ্জিতের বাড়ির পাশে মলত্যাগ করার জন্য অবস্থান করে। এতে বাধা সৃষ্টি করে তন্ময় মন্ডল। বাধা দেওয়ায় তাকে অসভ্য ভাষায় গালিগালাজ করে এমনকি মারপিঠ করার উদ্যক্ত হয়। বেগতিক দিকে তন্ময় ঘরের মধ্যে ফিরে আসে। ঐ ঘটনার জের ধরে বিশ্বজিত মন্ডলের নেতৃত্বে রাত ৩ টার দিকে তন্ময় পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। এতে সঞ্জিত মন্ডল বাধা সৃষ্টি করলেও তারা তা না মেনে ৬/৭ জন লোক মিলে ব্যাপক মারপিঠ করে। এতে কৃঞ্চারানী, রনজিত সরদার, চয়ন সরদার ও ইতিকা সরদার গুরত্বর আহত হয়। স্থানীয় এলাকবাসি আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তারা বর্তমান চিকিৎসাধীন রয়েছে। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন বলেন,বিষয়টি জানার পর ঘটনা স্থলে সাথে সাথে পুলিশ পাঠানো হয়। তবে এ ব্যাপারে কেউ কোন অভিযোগ দায়েন করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)