এমপি হিসেবে শপথ নিলেন মোহাম্মদ হাবিব হাসান

স্টাফ রিপোর্টারঃ  উপ-নির্বাচনে  মোহাম্মদ হাবিব হাসান ঢাকা-১৮ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য হিসাবে  শপথ নিয়েছেন।

আজ মঙ্গলবার  (২৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী  তাকে এ শপথ বাক্য পাঠ করান।শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ 

এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এবং নাদিরা ইয়াসমিন। রীতি অনুযায়ী শপথ গ্রহণ শেষে মোহাম্মদ হাবিব হাসান  শপথ বইয়ে স্বাক্ষর করেন।উল্লেখ্য গত ৯ জুলাই ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুন মারা যান। পরে ১২ নভেম্বর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ