আর.জে মিজানুর রহমান ইমনঃ ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ সাংবাদিকদের প্রাণের সংগঠন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত (গভঃ রেজিঃ নং ৯১৬৮) জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ) এর ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা শাখা কার্যালয়, (৬ই নভেম্বর) শুক্রবার, আমুয়াকান্দা বাজার, পয়ারী রোড হাজী মজিবুর মার্কেটে কেক কেটে নিজ অফিসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর পৌর ৯নং ওয়ার্ডের কাউন্সিলর এবি.এম মোশারফ হোসেন, পয়ারী রোড আমুয়াকান্দা বাজার ব্যবসায়ী সমিতির সহ সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল জুলহাস, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন, ফুলপুর উপজেলা শাখার সভাপতি তাসনোভা নাছরিন নিশু, সাধারন সম্পাদক তপু রায়হান রাব্বি, সাংগঠনিক সম্পাদক নূর হোসাইন, অর্থ বিষয়ক সম্পাদক সাকিব মিয়া, আইসিটি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সুজন, সম্মানিত সদস্য শাহাব উদ্দিন, আকিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক রাকিব, সাকিবুল হাসান রানা, জাহাঙ্গীর আলম, খোকন মিয়া প্রমুখ ।
উল্লেখ্য, গত ১৫ ই জুলাই ২০২০ইং জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন’র সম্মানিত চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম ও মহাসচিব এম এ আবির সামাজিক দূরত্বকে প্রাধান্য প্রদান করে ফেসবুকের মাধ্যমে অনলাইনে থেকে তাসনোভা নাসরীন নিশু কে সভাপতি এবং তপু রায়হান রাব্বি কে সাধারন সম্পাদক নির্বাচিত করে, ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা প্রদান করেন । এ ছাড়াও ফুলপুর উপজেলা ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে রয়েছেন, সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক মোঃ নূর হোসাইন খান, প্রচার সম্পাদক মোঃ সেলিম রানা, আইন বিষয়ক সম্পাদক আবু সাঈদ, অর্থ ও দপ্তর সম্পাদক শাকিব মিয়া, আইসিটি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সুজন, সম্মানিত সদস্য হিসেবে শাহাব উদ্দিন, ও মোঃ আকিকুল ইসলাম রয়েছেন ।