রিয়াজুল করিম রিজভী,চট্টগ্রাম ব্যুরো প্রধানঃবাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের সহযোগিতায় জাতীয় সদর দপ্তর হতে প্রেরিত ফুড প্যাকেজ নগরীর কর্ণেলহাট সংলগ্ন কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অদ্য ২৩ নভেম্বর নিম্নবিত্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়। উক্ত ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। ত্রাণ বিতরণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও জেলা রেড ক্রিসেন্ট এর ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারী আব্দুল জব্বার। যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল চৌধুরী ফয়সাল এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য আনোয়ার আজম, সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার,বিশিষ্ট মুক্তিযুদ্ধা আমাউদ্দীন চৌধুরী, সমাজসেবক আফসার আলম বাবলু, আবদুস সালাম, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের ক্রীড়া ও প্রচার প্রকাশনা বিভাগীয় প্রধান কৃষ্ণ দাশসহ কার্যকরী পর্ষদের সদস্যবৃন্দ ও যুব স্বেচ্ছাসেবকরা।
নিম্নবিত্ত পরিবারের সমূহের মাঝে চাউল, ডাল, চিনি, সুজি, লবণ, তৈল, হাইজিন কিটস, টুথপেস্ট উপকরণ সমূহ বিতরণ করা হয় বিতরণ করা হয়।