ইউএন মিশন কর্মকর্তার সাথে আশাশুনি উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম'র মতবিনিময়

আহসান উল্লাহ বাবলু, আশাশুনি সাতক্ষীরা প্রতিনিধি: প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্ফানে আশাশুনি উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম এর সাথে মতবিনিময় করেন বাংলাদেশে নিযুক্ত ইউএন মিশন কর্মকর্তা দিলরুবা হায়দার।

রবিবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময়কালে ইউএন মিশন কর্মকর্তা আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ ও দুর্যোগ পরবর্তী বিষয়ে করণীয় সম্বন্ধে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম বলেন, প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আম্পানে ওয়াপদা বেড়িবাঁধ ভেঙ্গে আশাশুনি উপজেলার প্রতাপনগর,শ্রীউলা ইউনিয়ন সম্পূর্ণরূপে এবং আশাশুনি সদর ইউনিয়নের আংশিক এলাকা প্লাবিত হওয়ার পর আমি আশাশুনি উপজেলা সদর রক্ষার জন্য  সকল রাজনীতিবিদ গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে রিং বাঁধের ব্যবস্থা করি।পরবর্তীতে রিং বাঁধের মাধ্যমে শ্রীউলা ইউনিয়নের অধিকাংশ পানিবন্দি এলাকা রক্ষা করি। এই এলাকার মানুষের এখন সবচেয়ে প্রয়োজন বসবাসের জন্য গৃহ ও স্যানিটেশন ব্যবস্থা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সরকারি পর্যাপ্ত ত্রাণ ও পার্থ সহযোগিতার পাশাপাশি বেসরকারি সংস্থার সহযোগিতায় খাদ্য, অর্থ ও অন্যান্য সামগ্রী বিতরণের ফলে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের খাদ্য সংকট লাভ হয়েছে। উপকূলীয় এলাকা ও জনপদের মানুষ কে বাঁচিয়ে রাখার জন্য টেকসই বেড়িবাঁধের বিকল্প নেই। এই অঞ্চলের সকল মানুষের একটাই দাবি টেকসই বেড়িবাঁধ। 

এসময় উপস্থিত ছিলেন, উত্তরণের সিনিয়র সহকারি সমন্বয়ক শম্ভু চৌধুরী, সহকারি সমন্বয়ক সাধনা রানী, প্রজেক্ট ম্যানেজার নিত্যানন্দ বিশ্বাস প্রমুখ


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ