হাসান সাদী,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ঘূনিপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম এবং রাজনৈতিক পরিবারের সন্তান মাহমুদুল হাসান।
আওয়ামী কেন্দ্রীয় যুবলীগের কমিটিতে সদস্য পদে মনোনীত করায় মাহমুদুল হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন,সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন যুবলীগ চেয়ারম্যান ও সাধারন সম্পাদকের প্রতি।
রাজনৈতিক জীবনে মাহমুদুল হাসান ১/১১ সময়ে সফলতার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সাধারন সম্পাদক এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ছিলেন।শিক্ষাগত যোগ্যতায় মাহমুদুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতজ্ঞতার সাথে পরিসংখ্যান বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পূর্ন করেছে সেই সাথে ঢাকা সেন্ট্রাল ল কলেজে এলএলবিতে অধ্যায়নরত রয়েছে এবং ঢাকা জজ কোর্টে শিক্ষানবিশ আইনি পেশায় নিজেকে নিয়োজিত রেখেছে ।
মাহমুদুল হাসান সকলের কাছে দোয়া চেয়েছেন যাতে করে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে রাজনীতি করতে পারেন