ময়মনসিংহের তারকান্দায় পুত্রবধূ কে ধর্ষণের অভিযোগে শশুরের বিরুদ্ধে থানায় মামলা

স্টাফ রিপোর্টারঃ আর.জে মিজানুর রহমান ইমনঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ০১নং সদর ইউনিয়নে, এক সন্তানের জননী পুত্রবধূকে (২০) ধর্ষণের অভিযোগে শশুরের বিরুদ্ধে আজ (৯নভেম্বর) সোমবার তারাকান্দা থানায় মামলা হয়েছে । জানা যায়, পিঠাসূ তা গ্রামে এক সন্তানের জননী গৃহবধু (২০) এর স্বামী স্থানীয় স’মিলের শ্রমিক ছিল, সে বাক প্রতিবন্ধী । সাড়াদিন ও গভীর রাত পর্যন্ত কাজে ব্যস্ত থাকার সুযোগে তার পিতা এবং গৃহবধূর শশুর রহুল আমিন (৫৫) গত বৃহস্পতিবার রাতে ঘরে ঢুকে ধর্ষণ করে । আজ সোমবার বিকেলে ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে শশুর রুহুল আমিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ