স্টাফ রিপোর্টারঃ আর.জে মিজানুর রহমান ইমনঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ০১নং সদর ইউনিয়নে, এক সন্তানের জননী পুত্রবধূকে (২০) ধর্ষণের অভিযোগে শশুরের বিরুদ্ধে আজ (৯নভেম্বর) সোমবার তারাকান্দা থানায় মামলা হয়েছে । জানা যায়, পিঠাসূ তা গ্রামে এক সন্তানের জননী গৃহবধু (২০) এর স্বামী স্থানীয় স’মিলের শ্রমিক ছিল, সে বাক প্রতিবন্ধী । সাড়াদিন ও গভীর রাত পর্যন্ত কাজে ব্যস্ত থাকার সুযোগে তার পিতা এবং গৃহবধূর শশুর রহুল আমিন (৫৫) গত বৃহস্পতিবার রাতে ঘরে ঢুকে ধর্ষণ করে । আজ সোমবার বিকেলে ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে শশুর রুহুল আমিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)