যশোর আরবপুর ইউনিয়ন যুবমহিলালীগের কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তিঃ যুবমহিলালীগ যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন কমিটির সম্মেলন রোববার অনুষ্ঠিত হয়। এতে নাসিমা আক্তারকে সভাপতি এবং রাপালী আক্তার রুপাকে সাধারণ সম্পাদক  করে ৫১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

ইউনিয়নের ধর্মতলা মোড়ে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু এবং প্রধান বক্তা ছিলেন জেলা যুবমহিলালীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী। নাসিমা আক্তারের সভাপতিত্বে এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু, জেলা যুবমহিলালীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকলিমা টুটুল, সাংগঠনিক সম্পাদক রিনি খাঁন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান, মাজহার হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোশারফ সরদার। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা সাইদ সর্দর, ইমরান হোসেন প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ