![]() |
| কয়রায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও আলোচনা সভা |
মোহাঃ ফরহাদ হোসেন কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল ১৪ ডিসেম্বর সকাল ৮ টায় স্মৃতি সৌধে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে পুস্পস্তবক অর্পণ শেষে সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার কাজী মোস্তাহিন বিল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম। এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ্যাডভোকেট কেরামত আলী,কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, উপজেলা কৃষি অফিসার এসএম মিজান মাহমুদ,কয়রা সদর ইউপি চেয়ারম্যান মেহঃ সহুমায়ুন কবির প্রমুখ। অপরদিকে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ সহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
