কয়রায় লজিক প্রকল্পের উপজেলা পর্যায়ে সম্বনয় সভা

কয়রা(খুলনা) প্রতিনিধিঃ স্থানীয় সরকার বিভাগ খুলনার উদ্যোগে লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ (লজিক) প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধিসহ উপকারভোগী সদস্যদের সাথে এক প্রকল্প সম্বনয় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বেলা ১১ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে প্রকল্প সম্বনয় সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার খুলনার উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন।বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ চন্দ্র সানা। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ, ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন লাভলু, কবি জিএম শামছুর রহমান, লজিক প্রকল্পের জেলা সম্বনয়কারি শেখ ফয়সাল শাহ রিপন, মোঃ আসাদুল হক, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম, সাংবাদিক আনিসুজ্জামান, উপকারভোগী সদস্য আশা আক্তার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ