স্টাফ রিপোর্টারঃ যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ফুটবল টুর্নামেন্টে চাম্পিয়ন হয়েছে সোনাকুড় ফুটবল একাদশ। বর্ণি ফুটবল একাদশকে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে পরাজিত করে তারা এ চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
পানিসারা যুবসমাজের উদ্যোগে সুরতজান মাধ্যমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে বর্ণি একাদশের লাইব্রেরিয়ান খেলোয়াড় দারুস (১০) দলকে এক গোলে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধে প্রথমেই পেলান্টি থেকে সোনাকুড় একাদশের বিদেশী খেলোয়াড় নিউগিনির উসমান (১০) গোল করে খেলায় সমতা ফেরায়। ১-১ গোলে সমতা থাকায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ৫-৪ গোলে বিজয়ী হয় সোনাকুড় ফুটবল একাদশ। ট্রাইব্রেকারের প্রথমেই বর্ণি একাদশের বিদেশী খেলোয়াড় প্রিন্স (৩) এর বল প্রতিহত করে সোনাকুড় একাদশের গোলরক্ষক শিমুল। পরে সোনাকুড় একাদশের লিটন (২), রাসেল (৪), স্বপন (৩), সাদ্দাম (৭), নিউগিনির উসমান (১০) একটি করে গোল করেন। বর্ণি একাদশের সুমন (৯), লাইব্রেরিয়ান খেলোয়াড় দারুস (১০), টুটুল (১২) ও তেভেজ (৪) একটি করে গোল করেছে।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন, সোনাকুড় একাদশের বিদেশী খেলোয়াড় উসমান(১০)। ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন একই একাদশের গোলরক্ষক শিমুল(০১)। খেলা পরিচালনা করেন, তাজউদ্দীন আহমেদ, সহকারী ছিলেন বশির আহমেদ, মিজানুর রহমান ও বাশেদ আলী মল্লিক। ধারাভাষ্যে ছিলেন দৈনিক স্পন্দন পত্রিকার সাংবাদিক আলমগীর হোসেন, শামীম কবীর রনি, মাস্টার ফারুক হোসেন ও শাহিনুর রহমান শাহিন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ফুটবল টুর্নামেন্টের সভাপতি মীর ফারুখ আহম্মদ। প্রধান অতিথি ছিলেন শিত্তরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান। বিশেষ অতিথির ছিলেন, মীর ওয়াহিদ রেহমান তাজিন। খেলার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মীর বাবরজান বরুণ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ফুটবল টুর্নামেন্টের সাধারন সম্পাদক খালিদ হাসান মিলন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাস্টার এনামুল কবীর, হাজিরবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, পানিসারা ইউনিয়ন বিএসপির সভাপতি মীর আব্দুর রাকিব, সাবেক খেলোয়াড় শাহাবদ্দীন, আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী প্রমূখ। খেলায় বিজয়ী দলকে ১৫ হাজার টাকা ও চাম্পিয়ন ট্রাফি এবং রানার্সআপ দলকে ১০ হাজার টাকা ও ট্রাফি প্রদান করা হয়।
