![]() |
| বড়লেখায় কৃষকদের মধ্যে বিনামূল্যে কীটনাশক ও স্প্রে মেশিন বিতরণ |
আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বাদামি ঘাস ফড়িং এর আক্রমণ থেকে বোরো ধানের বীজতলা রক্ষা করার জন্য কৃষি বিভাগ থেকে কৃষকদের সচেতন করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী অফিসার, বড়লেখা মোঃ শামীম আল ইমরান আজ সুজানগর ইউনিয়নের হাকালুকি হাওর পাড়ের গ্রাম দশঘরিতে কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন। এসময় তিনি সুজানগর ইউনিয়ন পরিষদের সহায়তায় বাদামি ঘাস ফড়িং রোধে কৃষকদের মধ্যে বিনামূল্যে কিটনাশক ও স্প্রে মেশিন বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান, সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নছিব আলী প্রমুখ।
