আশাশুনিতে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন


আহসান উল্লাহ বাবলু আশাশুনি সাতক্ষীরা  প্রতিনিধিঃ আশাশুনিতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’২০ উপলক্ষে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রধান সড়কে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের অর্থায়নে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উপদেষ্টা দিলীপ কুমার দাশের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা বিষয়ক কর্মকর্তা ছাইদুল ইসলাম ও উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার কো-অর্ডিনেটর চায়না রানী দাশ। ‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’ এ স্লোগানকে সামনে রেখে ‘কমলা রঙের বিশ্বে নারী বাঁধার পথ দিবেই পাড়ি’ এই বারতা নিয়ে বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে সকল পরিবার থেকেই প্রথম পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এছাড়া করোনাকালীন সময়ে নারী ও কন্যা শিশুর সুরক্ষার দাবী জানান। 


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ