তুহিন রানা (আব্রাহাম) ; খুলনা নগর প্রতিনিধিঃ
খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা জনাব মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা জনাব মোঃ ইউসুপ আলী মহোদয়ের তত্ত্বাবধানে আজ খুলনা মহানগরীর হরিণটানা এলাকায় জেলা প্রশাসন খুলনার নেতৃত্বে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়।
খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,
খুলনা জেলা প্রশাসন ও খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রচেষ্টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন, খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইসমাইল হোসেন এবং জনাব মোঃ রাকিবুল হাসান।
জিরো পয়েন্ট কৃষ্ণনগর এলাকায় ১১২ বোতল ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিলো। ফেন্সিডিল ব্যবসার সাথে জড়িত পাঁচ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেনঃ ১. শেখ ইমরান হোসেন ইমু(২২), ২. মাহমুদ হোসেন ইমরান (২৫), ৩. আব্দুল হান্নান (২৩), ৪. মোঃ আলাল শেখ (৩০), ৫. মোঃ ইউসুফ উদ্দিন গাজী (৩০)। খুলনা জেলায় মাদকের ব্যবহার ও বাণিজ্য রোধে জেলা প্রশাসনের নেতৃত্বে টাস্কফোর্সের এমন অভিযান অব্যাহত থাকবে।