তুহিন রানা (আব্রাহাম) ; খুলনা নগর প্রতিনিধিঃ
আজ জেলা প্রশাসক, খুলনা'র সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ) এক্টিভেশন প্রোগ্রাম।
খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা জনাব মোহাম্মদ হেলাল হোসেন পিএএ মহোদয়ের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, খুলনা জনাব সৈয়দ রবিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খুলনা জনাব মোঃ সাদিকুর রহমান খান, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এমডিএ বাবুল রানা, খুলনা প্রেস ক্লাবের সভাপতি জনাব এস এম নজরুল ইসলাম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব মুন্সী মাহবুবুল আলম সোহাগসহ প্রন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং খুলনা জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রকল্পের পক্ষ হতে "বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ)" প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ আয়োজনে ১০০ টি স্টার্টআপ কে বিগ এর আওতায় গ্রান্ট প্রদান করা হবে।
সরকারের "রূপকল্প-২০২১" বাস্তবায়নের অংশ হিসেবে বংলাদেশে উদ্ভাবন ইকোসিস্টেম এবং উদ্যোক্তা সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে "তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় "বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল" এর তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ মহোদয়ের চিন্তাপ্রসূত "উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ (iDEA: Innovation Design and Entrepreneurship Academy)" শীর্ষক প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর "সোনার বাংলা" বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়নে iDEA প্রকল্প থেকে ইতোমধ্যে শতাধিক স্টার্টআপকে গ্র্যান্ট প্রদান-সহ প্রশিক্ষণ, মেন্টরিং ও বিভিন্নভাবে সহোযোগিতা প্রদান করা হয়েছে।