তুহিন রানা (আব্রাহাম) ; খুলনা নগর প্রতিনিধিঃ
করোনাভাইরাস সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ওয়েভ মোকাবেলার প্রস্তুতি হিসেবে আজ ০১ ডিসেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ তারিখে সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা জনাব মোহাম্মদ হেলাল হোসেন পিএএ মহোদয়ের নির্দেশে নগরীর জলিল টাওয়ার, ডাক বাংলা, করিম নগর, সোনাডাঙ্গা এবং বয়রা বাজার এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইসমাইল হোসেন, জনাব মোঃ রাকিবুল হাসান, জনাব দেবাশীষ বসাক এবং জনাব তাহমিনা সুলতানা নীলা। এছাড়া উপজেলাসমূহে উপজেলা নির্বাহী অফিসারগণ এবং সহকারী কমিশনার (ভূমি)-গণ নিজ নিজ অধিক্ষেত্রে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
সূত্রমতে, মোবাইল কোর্ট পরিচালনাকালে মাস্ক সাথে না থাকায় এবং যথাযথভাবে মাস্ক পরিধান না করায় ৪০টি মামলায় ৪১ (একচল্লিশ) জনকে মোট ২৬,৯০০/- (ছাব্বিশ হাজার নয়শত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 'সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮' এবং 'দণ্ডবিধি, ১৮৬০' এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক এসব জরিমানা করা হয়। এছাড়াও 'সড়ক পরিবহন আইন, ২০১৮' এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক অর্থদণ্ড প্রদান করা হয়।
এদিকে নগরীতে তামাক বিরোধী অভিযানে তামাকের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে 'ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫' এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক ৪ টি মামলায় ২,০০০/- (দুই হাজার) টাকা জরিমানা করা হয়।
সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গত ০৮ নভেম্বর, ২০২০ খ্রিস্টাব্দ তারিখের জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্তের প্রেক্ষিতে ০৯ নভেম্বর, ২০২০ তারিখ থেকে জেলা প্রশাসন কঠোর অবস্থা গ্রহণ করে।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন ব্যাটালিয়ন আনসারের সদস্যগণ এবং উপজেলাসমূহে স্ব-স্ব থানা পুলিশের সদস্যগণ। স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে, সড়কে যান চলাচলে শৃঙ্খলা আনয়নে এবং প্রকাশ্যে ধুমপান ও তামাকজাত পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।