![]() |
| লাকসাম আন্তর্জাতিক নারী নিযার্তন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস’২০ উদযাপন |
মোঃ রবিউল হোসাইন সবুজ,(লাকসাম)প্রতিনিধিঃ "শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা" এই শ্লোগান কে সামনে রেখে লাকসাম জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।
বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে লাকসাম উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.কে.এম সাইফুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ ইউনুস ভূঁইয়া উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, "কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি" এবছরের প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উপলক্ষে "জয়িতা অন্বেষণে বাংলাদেশ" কার্যক্রমের আওতায় এবারে ৫ টি ক্যাটাগরির মধ্যে উপজেলার ৫জনকে জয়িতাকে এ সম্বর্ধনা দেওয়া হয়।এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা প্রমূক।
জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে, মহিলা বিষয়ক অধিদপ্তরের লাকসাম অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ , এনজিওর নারী নেতৃবৃন্দ,অনেক নারীরা এবং প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবীর মানুষগন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে,পাঁচ ক্যাটাগরীতে সাফল্য অর্জনকারী জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় আলোচকরা নারী নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত এবং বেগম রোকেয়ার জীবনী নিয়ে আলোচনা করেন।লাকসাম বেগম রোকেয়া দিবস'২০ উদযাপন উপলক্ষে জয়িতা সম্মাননা ও ক্রেস্ট পেয়েছে ৫ নারী।
