বগুড়া সদরে ইয়াবা ও শেরপুরে গাঁজা উদ্ধার, আটক ২

মোঃ সবুজ মিয়া প্রতিনিধিঃবগুড়ায় জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) মাদক বিরোধী অভিযানে দুই কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় শেরপুর উপজেলা থেকে দুই কেজি গাঁজাসহ সুমন শাহ (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। সুমন শেরপুরের বাগদা চকপোতা গ্রামের বাসিন্দা।

আরেক অভিযানে বুধবার বিকেলে বগুড়া সদরের মাটিডালি বিমান মোড় থেকে ১০০ পিস ইয়াবাসহ সোহেল হোসেন (৩২) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। সোহেল মাটিডালি মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

গ্রেপ্তার দুইজনই মাদক ব্যবসায়ী। এদের মধ্যে সুমনের বিরুদ্ধে আরও চারটি মাদক মামলা রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ওসি মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে  বগুড়া সদর ও শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ