লাকসাম প্রতিনিধিঃ লাকসাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে লাকসাম শাখা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (০৬ডিসেম্বর) সকাল ১১ টায় লাকসাম পৌরসভার শহরের বাইপাস এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
লাকসাম পৌরসভার শহরের বাইপাস হাউজিং আওয়ামী লীগের স্থায়ী দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে লাকসাম দৌলতগঞ্জ বাজারের সব কয়টা জায়গায় ঘুরে ফিরে প্রতিবাদ করে পৌরশহরের নোয়াখালী রেলগেইট এলাকায় এসে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে ছাত্রলীগের নেতাগন বক্তব্যে বলেন, "কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর অবমাননার মাধ্যমে পুরো বাংলাদেশকে অবমাননা করা হয়েছে। সংবিধান লঙ্ঘন করে সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তি বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর স্মৃতি চিহ্ন মুছে দেয়ার জন্য গভীর ষড়যন্ত্র করছে। স্বাধীনতা বিরোধী মৌলবাদী অপশক্তির সকল ষড়যন্ত্র রুখে দিবে বাংলাদেশের ছাত্রলীগ। বঙ্গবন্ধুর বাংলায় কোন মৌলবাদীদের ঠাঁই হবে না। কুষ্টিয়ার প্রশাসনের নিকট আহবান, জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার সাথে জড়িতদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় বাংলাদেশে ছাত্রলীগ আরোও কঠোর কর্মসূচী ঘোষণা করবে।"
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষা ও পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফ খাঁন স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ এবং সাবেক ছাত্রলীগে নেতা পারভেজ,জাহেদ, তুহিন, জুয়েল,নাফিজ, সোহাগ, রাজুসহ এতে উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্লোগান দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা