![]() |
| হক কমিটির নেতা দিদারুল আলম এর সার বিতরণ |
সেলিম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃমহান ১০ পৌষ বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)র ৯২ তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি পটিয়া পৌরসভা শাখার সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ি ও সমাজ সেবক মুহাম্মদ দিদারুল আলমের ব্যবস্হাপনায় ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামে হতদরিদ্র ৩০জন কৃষকের মাঝে ৫ কেজি করে সার বিতরণ করা হয়েছে। এছাড়াও ৩০ জন কৃষকদের একবেলা টিফিন প্রদান করেন দিদারুল আলম।এসময় তার সাথে উপস্থিত ছিলেন পটিয়া- কর্ণফুলী মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির সমন্বয়কারী মোহাম্মদ জাফরুল ইসলাম, সমন্বয়কারী সাইফুল ইসলাম সোহেল, মানবিক পল্লী চিকিৎসক আর.কে বড়ুয়া, দৈনিক জনতা ও দৈনিক ইনফো বাংলা'র সাংবাদিক সেলিম চৌধুরী। কৃষকরা হলেন আবু ছৈয়দ বলাই, আবুল হাসেম, ফরিদুল আলম, শাহজাহান, জসিম উদ্দিন, ফারুক আহমদ,আমিনুল হক প্রমুখ।
