![]() |
| গোপালপুরে দুই শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন |
ডা.এম.এ.মান্নান,টাংগাইল জেলা প্রতিনিধি:
আজ বৃহস্পতিবার,২৪ ডিসেম্বর ২০২০ খ্রি. গোপালপুরে ভেংগুলা কলেজ মাঠে রোটারী ক্লাব বারিধারা সানরাইজ এবং ভেংগুলা খন্দকার ফজলুল হক ডিগ্রী কলেজের যৌথ উদ্যোগে দুইশতাধিক গরীব-অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উপস্থিত ছিলেন ভেংগুলা কলেজর অধ্যক্ষ মোঃ ফরিদ অাহমেদ, ভেংগুলা কলেজ পরিচালনা পরিষদের সদস্য সাইম অাল মামুন, ইউপি মেম্বার এনায়েত কবীর ও গোপালপুর কলেজ পরিচালনা পরিষদের সাবেক সদস্য মঞ্জুরুল হক ফরিদ প্রমুখ।
