![]() |
| নিহত পরিবারের পাশে বাংলাদেশ জামায়াতে ইসলামী |
ডা.এম.এ.মান্নান,টাংগাইল জেলা প্রতিনিধি:
গত ১৯ ডিসেম্বর জয়পুরহাট সদর উপজেলার পুরানাপুল এলাকার রেলক্রসিংয়ে এক মারাত্নক দুর্ঘটনায় চলন্ত ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাস চুর্ণবিচুর্ণ হয়ে যায়। এতে বাসের চালক ও চালকের সহকারীসহ ১২ জন লোক নিহত হন। আরেকজন মারাত্নক আহত হয়ে সংকটাপন্ন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ দুর্ঘটনায় নিহতদের সহমর্মিতা জানানোর জন্য আমীরে জামাত ডাঃ শফিকুর রহমান টাংগাইল জেলা জামায়াতে ইসলামী আমীর জননেতা আহসান হাবীব মাসুদকে নির্দেশ দেন। সে নির্দেশ মোতাবেক টাংগাইল জেলার নেতৃবৃন্দ আজ বৃহস্পতিবার,২৪ ডিসেম্বর ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ছুটে যায়।উপজেলা আমীর সাবেক তুখোর জনপ্রিয় ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন টাংগাইল জেলা নায়েবে আমির খন্দকার আব্দুর রাজ্জাক।
নিহতর পরিবারকে সহমর্মিতা জানান এবং সান্ত্বনা প্রদান করে তাদের মাগফিরাতের জন্য মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করা হয় এবং পরিবারবর্গকে আর্থিক সহযোগিতা প্রদান করেন জামায়াত নেত্ববৃন্দ।
জেলা নায়েবে আমীর খ.আব্দুল রাজ্জাক বলেন-একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আমরা আমাদের নৈতিক দায়বোধের জায়গা থেকে মনের টানে আপনাদের কাছে ছুটে এসেছি। আমরা আপনাদের কল্যাণের জন্য আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালার কাছে দোয়া করি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে জাতির প্রয়োজনে আমরা যেন সব সময় বিপন্ন মানবতার পাশে থাকতে পারি।
উল্লেখ্য এ সময় টাংগাইল জেলা নেতৃবৃন্দসহ এবং ভুয়াপুর ও এলেংগা সাংগাঠনিক উপজেলার জামায়াতের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
