বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরুদ্ধে মন্তব্যকারীদের বিচার এর দাবিতে মানববন


রহমতুল্লা আশিকুর জ্জামাননুর,বদল গাছি,  নওগাঁঃ বদলগাছীতে জঙ্গিবাদ মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ মিছিল  ও মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরুদ্ধে মন্তব্যকারীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বদলগাছী উপজেলা চৌরাস্তার মোড় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।নওগাঁ জেলা বদলগাছী উপজেলায় চৌরাস্তা মোড়ে  বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন এর বিরুদ্ধে মন্তব্যকারীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ১ ই ডিসেম্বর মঙ্গলবার বেলা ১০ টায় জঙ্গিবাদ মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে (মোহাম্মদ ইমামুল  আল -হাসান তিতু,)  সভাপতি  আওয়ামী যুবলীগ  এর নেতৃত্বে  বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির বদলগাছী উপজেলা নওগাঁ  এর আয়জনে  মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ উক্তিকারীদের  বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন (মোঃ ফাহিম) একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সহ-সভাপতি  করেন তুষার সিংহ (পাপ্পু) একাত্তরের  ঘাতক দালাল নির্মূল কমিটি   এবং উক্ত মানববন্ধনে বক্তৃতা পেশ করেন- মোহাম্মদ ইমামুল আল হাসান (তিতু) সভাপতি বদলগাছী আওয়ামী যুবলীগ, সুমাইয়া সিদ্দিকা (ফেন্সি),  নওগাঁ জেলা মহিলা লীগ,মমতাজ চৌধুরী,বদল গাছী উপজেলা মহিলা লীগ।ইসরাফিল খান (বাপ্পি), সাধারণ সম্পাদক জেলা শাখা আরও বক্তব্য প্রদান করেন নজরুল, মাহবুব-উল-আলম, জামিল  সহ আর নেতা কর্মী।

উক্ত মানববন্ধনে বক্তারা তাদের বক্তৃিতায় বলেন  মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ উক্তিকারীদের  বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হক।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ