মো: আজিজুর বিশ্বাস ষ্টাফ রিপোর্টার নড়াইলঃনড়াইলের পুলিশ সুপারের নির্দেশে, গোপন তথ্যের ভিত্তিতে, ০১/১২/২০২০ তারিখ সন্ধ্যা ০৬,৩০ ঘটিকায় সময় নড়াইল সদর থানাধীন গোবরা বাজার হইতে, জি আর ৫৮/২০ এর ওয়ারেন্টের আসামী ১/মোঃ সজীব হোসেন, পিতাঃ আলতাব হোসেন,সাং গোবরা,২/ মনির, পিতাঃ মিজানুর রহমান,সাং পাইকপারা, উভয় থানা+ জেলা নড়াইল কে জেলা ডিবি পুলিশের এএসআই আনিস,ও সঙ্গীয় ফোর্স কং বিকাশ,দেলোয়ার,জুনায়েদ,সরোয়ার সহ আসামিদের গ্রেফতার করেন।ডিবি পুলিশের এএসআই আনিচ বলেন আসামীদের গ্রেফতার করে নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।