খুলনা বিভাগীয় সেরা সাংবাদিক শাহ আলমকে ফুলের শুভেচ্ছা


খোন্দকার আব্দুল্লাহ বাশার,খুলনা ব্যুরো প্রধানঃদৈনিক আমার সংবাদ পত্রিকার ২০২০ সালের খুলনা বিভাগের সেরা প্রতিনিধিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাব কালীগঞ্জের নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার বিকালে প্রেসক্লাব কালীগঞ্জের অস্থায়ী কার্যলয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কালীগঞ্জের সাংবাদিকরা। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া হোসেন, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, উপদেষ্টা সোহেল আহমেদ, শিপলু জামান,অর্থ ও দপ্তর সম্পাদক  তানজির রহমান, মতিয়ার রহমান, নাজমুল হোসেন, স্বাধীন ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা শাহ আলমের এই অর্জনকে প্রেসক্লাবের সাফল্যের মুকুটে অরেকটি পালক যুক্ত হয়েছে বলে জানান, সকলে তার সাংবাদিকতার সাফল্য কামনা করেন এবং সৎ নিষ্ঠাবান হিসাবে পেষাগত দায়িত্ব পালনের জন্য বলেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ