![]() |
স্বপ্নের টেউ সমাজকল্যাণ সংস্থা কুলাউড়া শাখার পরিচিত সভা সম্পন্ন |
মোঃরেজাউল ইসলাম শাফি,কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃস্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা কুলাউড়া উপজেলা শাখার নবগঠিত(২০২০-২১) কমিটির পরিচিতি সভা সম্পন্ন।
সমাজ ও রাষ্ট্রের স্বার্থে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে সপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা।
৬ ডিসেম্বর রবিবার কুলাউড়ার একটি অভিজাত রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মোঃ জাবের হুসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ ও যুগ্মসাধারণ সাম্পাদক বুরহান উদ্দিন এর যৌথ পরিচালনায় পরিচিতি সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্মসাধারণ সম্পাদক, মুমিনুল ইসলাম সাব্বির,
সহ-সম্পাদক, জাহেদ আহমেদ , আব্দুল মুমিন।
সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক নাহিদ চৌঃ, প্রচার সম্পাদক রায়হান আহমেদ,
সহ-প্রচার সম্পাদক আকাশ আহমেদ, দপ্তর সম্পাদক তানিম আহমেদ, সহ-দপ্তর সম্পাদক সাইফুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক, কাউসার আমীর, সহ-সমাজ সম্পাদক, বদরুল ইসলাম পংকি , তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক, হাবিবুর রহমান হোসাইন, ধর্ম বিষয়ক সম্পাদক, হাফিজ শাকিল আহমেদ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মাহবুবুর রহমান টিটু, যুব ও শিশু বিষয়ক সম্পাদক, আরিফুল ইসলাম,
এছাড়াও উপস্থিত ছিলেন, তুহিন আহমেদ, সুমাইয়া, পিয়া আক্তার, সাদিক প্রমুখ।
উক্ত সভায় সভাপতি জাবের হুসাইন বলেন, সামজ ও রাষ্ট্রের স্বার্থে মানুষের কল্যাণে কাজ করবে স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা কুলাউড়া উপজেলা শাখা, সংগঠনের প্রতিটি কাজ হবে অসহায় মানুষের কল্যাণে, সমাজের ও দেশের কল্যাণে।