পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু করার দাবি ছাত্রলীগ কর্মীর

পদ্মা সেতুর নাম শেখ হাসিনা সেতু করার দাবি ছাত্রলীগ কর্মীর

এম এ আদিল আহমদ,কানাইঘাট উপজেলা প্রতিনিধি:ডিসেম্বর মাস বিজয়ের মাস আর এই বিজয়ের মাসে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমাদের আরেকটি বিজয়, পুরোপুরি দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মা সেতু। যুক্ত হলো পদ্মার দুই পাড়। দক্ষিণবঙ্গের প্রজন্ম থেকে প্রজন্ম যে সেতুর স্বপ্ন দেখেছে। সেই স্বপ্নটি দৃশ্যমান হলো, বৃহস্পতিবার ১২টা ২ মিনিটে ৪১তম স্প্যান বসানোর মধ্য দিয়ে বাস্তব রূপ পেলো পুরো পদ্মা সেতু। এদিকে সেতুটির নাম ‌‌‌‌‌‌‌‌‘শেখ হাসিনা সেতু’ নামকরণের দাবি জানিয়েছেন সিলেট জেলা ছাত্রলীগ কর্মী মামুনুর রহমান তার ফেইসবুক একাউন্ট তিনি এক স্টেটাসের মাধ্যমে দাবিটি জানান। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান বসানোর মধ্যে দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। সে হিসাবে ৩ বছর ২ মাস ১০ দিনে বসানো হলো সেতুর সবকয়টি স্প্যান। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের বলেন, ৪১তম স্প্যান বসানোর মধ্যে দিয়ে সেতুর ৪২টি পিলারের ওপর সবকয়টি স্প্যান বসানো সম্পন্ন হয়েছে। জাজিরা প্রান্তে আগেই ২০টি স্প্যান বসানো হয়। আর মাওয়া প্রান্তে বসানো হয়েছে ১৯টি স্প্যান। ১টি স্প্যান বসানো হয় মাওয়া ও জাজিরা প্রান্তের মাঝখানে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ