নওগাঁর হাটবাজারে কমেছে শাকসবজির দাম


রাজশাহী ব্যুরোঃ
গত কয়েক দিনের তুলনায় নওগাঁর আত্রাইয়ের গ্রামীন  হাট বাজার গুলোতে অনেক বেড়েছে শাকসবজির আমদানি। 
যার ফলে শহরমুখী বাজারেও অনেক কমেছে শাক সবজির দাম। সস্তাতে বাজার করতে পারছেন শহর ও গ্রামের সর্বস্তরের জনগণ।আজ আত্রাইয়ের বান্দাইখাড়া হাটে ঘুরে দেখলাম সকল ধরনের শাকসবজি তুলনামূলক ভাবে দাম অনেক কম হওয়ায় খুশি দেখতে পেলাম সর্বস্তরের জনগণ কে ৷ হাটে সবজি গুলোর দাম নিম্নরপঃ
ফুলকপি ১৫/ ২০টাকা কেজি, বেগুন ২০/ ২৫ টাকা কেজি, পালংশাক ৫ টাকা কেজি, মুলা ৩ টাকা  কেজি,  সিম ২০/ ২৫ টাকা কেজি, 



সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ