দেশের সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়েকে জাতীয়করণে আলোচনা



স্টাফ রিপোর্টার:   দেশের সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়েকে জাতীয়করণে আলোচনা অনুষ্ঠিত। আজ ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাধ্যমিক )বিদ্যালয় কে একসাথে জাতীয়করণের লক্ষ্যে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলার ২১ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কে নিয়ে এক আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।

আলোচনা অনুষ্ঠানে গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন  মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম ,কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর,রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল্লাহ , খুলশী বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইতিমুদ্দৌলা, ছুটিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আলিম ,গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল হক ,আঙ্গারপাড়া বহিরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, লাউজানি হাইস্কুলের প্রধান শিক্ষক এস এম সেলিম রেজা, রঘুনাথ নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হাসানুল বান্না,বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খান , ব্যাংদাহ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মজিদ, বি এম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ,আলাউদ্দিন বিশ্বাস মডেল একাডেমীর প্রধান শিক্ষক আতিকুল ইসলাম, অমৃতবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, বালিয়া- গৌরসুটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বি এম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ। অনুষ্ঠান শেষে গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানের বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি আমিনুর রহমান ,শিক্ষানুরাগী সদস্য প্রভাষক মহসীন আলী ,সদস্য বিপ্লব হোসেন, সামছুর রহমান, কামরুজ্জামান, শিউলী খাতুন প্রমুখ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ