![]() |
| উমরমজিদ ইউনিয়ন মানব-কল্যাণ সংগঠন"এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ |
মোঃইয়ামিন সরকার আকাশ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সারা দেশে হাড় কাঁপানো কনকনে শীত নেমেছে। বইছে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ। একইসাথে বেড়েছে গরিব-দুঃখী মানুষের দুর্ভোগ। শীতের দূর্ভোগ জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। এ অবস্থায় শীতার্তদের এড়িয়ে যাওয়া চরম অমানবিক কাজ হল মানবিক আবেদনে সাড়া দিয়ে শীতার্তদের মাঝে দাড়ানো। তারেই এক মানবতার পরিচয় দিয়ে এগিয়ে এসেছি উমরমজিদ ইউনিয়ন মানব-কল্যান সংগঠন এবং ব্লাড ব্যাংক। সংগঠনটি উমরমজিদ ইউনিয়নের ১৫ টি মৌজায় প্রায় ২২০টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতারন করেছে।ফরকেরহাট কেরামতিয়া বিদ্যালয় মাঠে সকাল ১০ ঘটিকার সময় প্রতিটি পরিবারের হাতে উমরমজিদ ইউনিয়ন মানব-কল্যান সংগঠন এবং ব্লাড ব্যাংক সংগঠনটি শীতবস্ত্র তুলে দেন।এছাড়া ও সংগঠনটি নানা ধরনের সেবামৃলক কাজ করে আসতেছে।প্রতি ঈদে গরীব অসহায় মানুষদের মাঝে মাংস বিতারণ, সোমাই বিতারণ, করোনা মোকাবেলায় মাস্ক বিতারন, মানুষের মাঝে করোনা মোকাবেলায় সচেতনামৃলক প্রচার করে আসতেছে। তাছাড়া ও সংগঠনটি রক্ত ডোনেটের ব্যাপারে অনেকটা সাফল্যতা পেয়েছি। এখন পযন্ত ৩৫০+ রক্ত ডোনেটের কাজ করেছে।
উক্ত শীতবস্ত্র বিতারণ অনুষ্ঠানে উপস্তিত ছিলেন মোহাম্মদ আলী সরদার,চেয়াম্যান- ৬নং উমরমজিদ ইউনিয়ন পরিষদ,রাজারহাট,
কুড়িগ্রাম।আরো ও উপস্তিত ছিলেন উমরমজিদ ইউনিয়ন মানব -কল্যান সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মোঃআমিনুল ইসলাম।জনাব মোঃবজরুল করিম, সাধারন সম্পাদক-উমরমজিদ ইউনিয়ন মানব-কল্যান সংগঠন।এবং সংগঠনটিরর অন্যান্য সম্মানিত সদস্য মহাদয়।সংগঠনটির সভাপতি মহাদয় বলেন,আমরা সব সময় মানবতার সাথে মানুষ পাশে তাড়াব। সাধারন সম্পাদক মহাদয় বলের,,আমাদের সংগঠনের প্রতি সদস্যা সব সময় মানুষের জন্য কাজ করে যাবে।
