ছোট মহিষ মুড়ি মৌজায় ১২১ টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন

ছোট মহিষ মুড়ি মৌজায় ১২১ টি পরিবারের মাঝে শীতবস্ত্র  বিতরন

মোঃইয়ামিন সরকার আকাশ,কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামে কয়েক দফা বন্যার পরে শুরু হয়েছে প্রচন্ড শীত।তার মাঝে তো আছে মহামারী করোনা ভাইরাসের প্রভাব।সব কিছু উপর দমকে গিয়েছি অসহায় মানুষদের জীবন ধারা।কয়েক সপ্তাহ থেকে শীতের প্রভাব বেড়েই চলতেছে।
এই শীতার্ত মানুষের কিছুটা কষ্ট দৃর করার জন্য রাজারহাট থানার উমরমজিদ ইউনিয়নের ছোট মহিষ মুড়ি মৌজায় ১২১ পিস শীতবস্ত্র  বিতরন করেছে ছোট মহিষমুরী  যুব ফাউন্ডেশন সংগঠন।
সংগঠনটি মাদ্রাসার ছাত্র সহ ১২১ টি হত-দরিদ্র পরিবারকে শীতবস্ত্র বিতরন করেন।তাড়াও সংগঠনটি নানা ধরনের সেবামৃলক কাজ করে থাকেন।এই শীতবস্ত্র বিতারন অনুষ্ঠানে উপস্তিত ছিলেন সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মোঃ লুৎফর রহমান 
সাধারণ সম্পাদক জনাব মোঃ সাহেব আলী এবং সকল সদস্য মহাদয়।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ