কেশবপুর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিতে দোয়া অনুষ্ঠান

কেশবপুর( যশোর)সংবাদাতা :- বিএনপি চেয়ারপারসন ও সাবেক  প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় যশোরের কেশবপুরে বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
 সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজস্ব অর্থায়নে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় 'জানের সদকা' হিসেবে ছাগল দান করেন। দিনব্যাপী উপজেলার, ত্রিমোহিনী, সাগরদাঁড়ী মজিদপুর, বিদ্যানন্দকাটী, মঙ্গলকোট  পাজিয়া,সুফলাকাটি,  গৌরীঘোনা, সাতবাড়িয়া, হাসানপুর ও কেশবপুর সদর ইউনিয়ন পৌরসভার সহ  বিভিন্ন অঞ্চলের এতিমখানা ও মাদ্রাসায় এসব দেওয়া হয়।
বিতরণ কার্যক্রমে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। এলাকাবাসী জানান  অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতার আশায় এবং এতিম শিশুদের মুখে খাবার তুলে দিতে এ উদ্যোগ সত্যিই  ব্যতিক্রমী  ও অনুকরণীয়। আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমি ব্যক্তিগতভাবে এই দান সম্পন্ন করেছি। এতিমদের দোয়া আল্লাহ পাক  দ্রুত কবুল করেন এ বিশ্বাস থেকেই, জানের সদকা হিসেবে আজকের এই উদ্যোগ গ্রহণ করেছি।
তিনি আরও বলেন।দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম চলমান। নেত্রী সুস্থ হয়ে উঠলে এই আন্দোলন আরও গতিশীল হবে। স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে এ মানবিক দান কর্মসূচি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মাদ্রাসা ও এতিমখানার ছাত্র  শিক্ষকরা দেশনেত্রীর দ্রুত আরোগ্য এবং কল্যাণ কামনা করে দোয়া করেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ